Reg. No.S0016622

West Bengal Photography Welfare Association

সংগঠনের মূল উদ্দেশ্য আমাদের ফটোগ্রাফারদের শিক্ষিত করে তোলা। যাতে তারা নিজেদের মূল্যায়ন নিজেরাই করতে পারে।

About us

সংগঠন গড়ে ওঠার ইতিহাস :- History of organization formation

ফটোগ্রাফি পেশার সাথে যুক্ত মানুষদের সংগঠিত করা খুব সহজ ছিল না। কারণ প্রত‍্যেক ফোটোগ্রাফারের মধ্যে লুকিয়ে আছে এক শিল্পীসুলভ অহংবোধ যা সংঘবদ্ধ হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে ওঠে। কিন্তু যখন কোনও বৃহৎশক্তির আক্রমণ নেমে আসে তখন আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি। টি-সিরিজ কোম্পানির অযুক্তিক আক্রমণে আমরা একত্রিত হয়ে জেলাস্তরে এবং সর্বপরি রাজ্য সংগঠন গড়ে তুলি। যা আজ দৃঢ় পদক্ষেপে বিস্তারিত লাভ করছে, এগিয়ে চলেছে সারা রাজ‍্যের অগণিত ফোটোগ্রাফার বন্ধুদের হাত ধরে।

Education
Come join us
আমাদের ছবিগ্রাহক সংগঠনের মূল উদ্দেশ্য হলো আমাদের ছবিতে আবিষ্কারগত দক্ষতা এবং সাদৃশ্য পরিচয় অর্জন করার জন্য একসঙ্গে সমাবেশ করা।
Events

আপনাদের জন্য আমরা আনন্দের সাথে ঘোষণা করছি কিছু আগামী ইভেন্টসমূহের।

06-11-2021

আমাদের সংগঠন সমর্থিত একটি রক্তদান শিবির (ক্যাম্প) আয়োজন করেছে। আমাদের উদ্দেশ্য হলো রক্ত দানের সচেতনতা উত্থান করে মানুষের জীবন বাঁচানো।

29/10/2021

প্রথম প্রয়াণ দিবসে আপনার জন্য রইল শ্রদ্ধাঞ্জলি আর বুকভরা ভালবাসা।

সংগঠন দীর্ঘজীবী হোক। সুবীর সামন্ত অমর রহে।

31.10.2021

সংগঠনকে নতুন ভাবে ভালোবাসতে অনুপ্রেরণা দিলো ।

Our partners
Want to make a difference?

Help us raise money for our humanitarian causes